চামড়ার মোজার মাসআলা
কখন মাসাহ করা বৈধ?
পা ধুয়ে ওজুর অবস্থায় চামড়ার মোজা পরলে তার ওপর মাসাহ করা বৈধ।
কত সময় মাসাহ করা যাবে?
মুকীম (স্থানীয়): ২৪ ঘণ্টা
মুসাফির: ৭২ ঘণ্টা
সময় শুরু হবে ওজু ভাঙার পর থেকে।
কীভাবে মাসাহ করবে?
মোজার ওপরের দিকে আঙুলের ডগা থেকে গোড়ালি পর্যন্ত একবার হাত বুলিয়ে দিতে হবে।
ডান মোজা ডান হাতে, বাম মোজা বাম হাতে— এভাবে মাসাহ করা উত্তম।
কোন অবস্থায় মাসাহ চলবে না?
গোসল ফরজ হলে
মোজা খুলে গেলে
মোজা নাপাক হয়ে গেলে
এগুলো হলে আবার পা ধুয়ে নতুন করে ওজু করতে হবে।